গুগল ট্রান্সলেটে বাংলাকে সমৃদ্ধ করতে ‘‘বাংলার জন্য ৪ লাখ’’ কার্যক্রম শুরু
ইন্টারনেটে বাংলা ভাষাকে সবার উপরে রাখতে গুগল ট্রান্সলেটে বাংলাভাষার শব্দ ভান্ডারকে আরো সমৃদ্ধ করার জন্য নেয়া ‘‘বাংলার জন্য ৪ লাখ’’ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জেও শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের কারুকা কম্পিউটার সেন্টারে এ কার্যক্রম শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জের ২০ জন তরুণ বাংলাভাষার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার কাজে অংশ নেন। এছাড়াও ইন্টারনেট ব্যবহারকারি সবাইকে বাংলা শব্দভান্ডারকে সমৃদ্ধকরার কাজে অংশ নিতে শহরে চালানো হয় প্রচারণা। দুপুরে তরুনদের এই কার্যক্রম পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর কবির। এই সময় তিনি নিজেও বাংলার শব্দ ভান্ডাকে সমৃদ্ধ করার কাজে অংশ নেন। এই সময় তরুনদের কাজের অগ্রগতি দেখে জেলা প্রশাসক বলেন আমি খুবই আনন্দিত যে ইন্টারনেটে আজ একটি বিজয় অর্জিত হতে যাচ্ছে, আর এতে আমিও একটা অংশ হতে পারলাম। এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, কারুকা কম্পিউটারের পরিচালক বদরুদৌজা আব্দুর রউফ, ফয়সাল ইউসুফ রনি, মাহিদুল ইসলাম সহ অনেকে। চাঁপাইনবাবগঞ্জে ‘‘বাংলার জন্য ৪ লাখ’’ কার্যক্রমে অংশ নিতে ঢাকা থেকে আসা গুগোল ডেভলপমেন্ট গ্র“পের স্বেচ্ছাসেবক আকাশ আবদুল্লাহ জানান, আজ স্বাধীনতা দিবসে আমরা ৪ লাখ শব্দ যুক্ত করার লক্ষ্য নিয়ে সারা দেশে একসাথে কাজ শুরু করেছি, আশাকরি আমরা সফল হবো। তবে আমরা ৪ লাখ শব্দ যুক্ত করেই থেমে যেতে চায় না , ইন্টারনেটে বাংলা ভাষাকে সবার উপরে নিয়ে যাওয়ার এই কার্যক্রম চলবে ১৪ এপ্রিল বাংলা নববর্ষ পর্যন্ত। তিনি সবাইকে ইন্টারনেটে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার এই কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৩-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৩-১৫