রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষককে ‘লাল বাহিনীর’ হত্যার হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামানকে মোটা অঙ্কের টাকা চাঁদার দাবিতে গত সোমবার রাত ১০টার দিকে ০১৯৮৪-৩৬৮৮৭৩ এই মুঠোফোন নম্বর থেকে ‘লাল বাহিনীর নেতা’ পরিচয়ে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পরবর্তীতে ওই নম্বরে ফোন দেওয়া হলে নম্বরটি বন্ধ দেখাচ্ছে। ২০১০ থেকে ২০১২ সাল মেয়াদের বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য আনিসুজ্জামান মানিক বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে অপরিচিত ওই নম্বরটি থেকে তার মুঠোফোনে কল আসে’। তিনি জানান, কলটি রিসিভ করতেই মুঠোফোনের ওপাশ থেকে বলা হয় ‘আমি লাল বাহিনীর নেতা। আমার ছেলেরা আপনার বাসায় অনেক দিন ধরেই যেতে চাইছে। কিন্তু আমি তাদের আটকে রেখেছি। আমার বেশ কিছু ছেলে থানায় ও মেডিকেলে আছে। তাদের জন্য টাকা লাগবে। আপনি মোটা অঙ্কের টাকা নিয়ে তৈরি থাকবেন। আমার ছেলেরা গেলে তাদের হাতে দিয়ে দেবেন। আর এই বিষয়টি যদি কাউকে জানান, তাহলে আপনার জীবন আর থাকবে না। জানেন তো, আমাদের কেমন শক্তি.।
আনিসুজ্জামান বলেন, মঙ্গলবার ক্যাম্পাস বন্ধ থাকায় বিষয়টি বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে পুলিশকে জানানো হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, এমন কোনো বিষয়ে এখনও আমাকে কিছু জানানো হয়নি।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, লাল বাহিনী নামে কোনো সংগঠনের কথা আমরা শুনিনি। আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ রবিউল আওয়াল, প্রতিবেদক, রাবি/ ১৭-০৩-১৫
আনিসুজ্জামান বলেন, মঙ্গলবার ক্যাম্পাস বন্ধ থাকায় বিষয়টি বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে পুলিশকে জানানো হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, এমন কোনো বিষয়ে এখনও আমাকে কিছু জানানো হয়নি।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, লাল বাহিনী নামে কোনো সংগঠনের কথা আমরা শুনিনি। আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ রবিউল আওয়াল, প্রতিবেদক, রাবি/ ১৭-০৩-১৫