ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপি’র সহ-সভাপতি সিনাকে গ্রেফতার করেছে পুলিশ
সূত্র জানিয়েছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের শহীদ সাটু হল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এঘটনায় সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্তুজার সঙ্গে যোগাযোগ করা হলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
তাকে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্দ করা হলে আদালত তাকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেয়।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে সোমবার সকাল পর্যন্ত জেলার ৫ উপজেলা থেকে ২২ জনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৩-১৫