সদর ভূমি অফিসে রাতের আঁধারে ককটেল হামলা > দু’জন আহত > একজন আটক


চাঁপাইনবাবগঞ্জ কোর্ট এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে শনিবার রাতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ভূমি অফিসের দু’ কর্মচারী আহত হয়েছে।
আহত দু’ কর্মচারী হচ্ছে আব্দুল করিম (৫০) ও শহিদুল ইসলাম (৪০)।
আহতরা জানায়, সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী করিম ও শহীদুল ভুমি অফিসের ভেতরে রাত সাড়ে ৯টার দিকে কম্পিউটারে দাপ্তরিক কাজ করছিল। এমন সময় ভূমি অফিসের পেছন দিক থেকে দূর্বৃত্তরা অফিসকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি ভূমি অফিসের জানালার নিচের অংশে লাগে। এতে জানালা কাঁচ ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। কাঁচের আঘাতে আহত হয় করিম ও শহীদুল। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শহরের কয়েকটি সড়কে ব্যাপক তল্লাশী চালিয়েছে।
এদিকে, প্রায় একই সময় সরকারি কলেজ এলাকাতেও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।
অন্যদিকে এ ঘটনায় ভুমি অফিসের কর্মচার শহীদুল ইসলাম বাদি হয়ে সদর থানায় মামলা হয়েছে।
সদর থানার ওসি গোলাম মোর্তুজা জানান,  ককটেল হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু ও আসাদুল্লাহ, নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৩-১৫