শিবগঞ্জে ১০১ বোতল ফেন্সিডিলসহ দু’ মাদক ব্যবসায়ী আটক ॥ গোমস্তাপুরে চোলাই মদ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শহরের শেখেরটোলা গ্রাম থেকে শনিবার ফেন্সিডিলসহ দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, শেখেরটোলা গ্রামের মৃত ফলি শেখ’র ছেলে ইশতিয়াক (৩৩) ও একই গ্রামের সামসুল আলমের ছেলে জোবদুল (৩৪)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ও.সি) এম.এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে শেখেরটোলা এলাকার ইশতিয়াকের বাড়িতে অভিযান চালিয়ে থেকে ১০১ বোতল ফেন্সিডিলসহ ইশতিয়াক ও জোব্দুলকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শনিবার ৪২ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি উপজেলার নাদেরাবাদ ব্রিজপাড়ার মৃত নূরমোহাম্মদের ছেলে সোলেমান (৪৫)।
গোমস্তাপুর থানার অফিসার ইনর্চাজ ফিরোজ আহমেদ জানান, দুপুর সাড়ে ১২টার  দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিশন মোড়ে একটি ভুটভুটি থেকে ৪২লিটার চোলাই মদসহ সোলাইমানকে আটক করা হয়। সে চোলাই মদ গুলো নিজ বাসা থেকে বিক্রয় করার উদ্দ্যেশে উপজেলার পার্বতীপুর ইউনিয়ানের কালীতলা থেকে ক্রয় করে নিয়ে আসছিল। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু ও আব্দুস সালাম তালুকদার,নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩১৫

, ,