মুক্তিযুদ্ধ প্রতিদিন গ্রন্থের মোড়ক উন্মোচন
চাঁপাইনবাবগঞ্জে গোলাম রাব্বনী তোতা সম্পাদিত মুক্তিযুদ্ধ প্রতিদিন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের কনফারেন্স রুমে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অধ্যাপক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি মোহিত কুমার দাঁ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তসলিম উদ্দিন, রাজারাজপুর হাসিনা গালস স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,নয়ানশুকা আর.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিখ-ই-নুরজামান,আমনুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা এছাড়া অন্যানের মাঝে বক্তব্য রাখেন, প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু, কনক রনজন দাস, কবি মুকুল কেশরী, কবি নূরউল ইসলাম, সৈয়দ শমসের আলী, জহুরুল ইসলাম প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলার ২৮ জন কবি, লেখক ও ২৮জন মুক্তিযোদ্ধাকে পুরস্কৃত করা হয়। আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে মহানন্দা সংগীত নিকেতনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৫