দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে অগ্রণী সংঘের জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৪-১৫ এর বৃহস্পতিবার খেলায় জয় পেয়েছে মসজিদ পাড়া অগ্রণী সংঘ। তারা ৮ উইকেটে কচিকাচার মেলা-কে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে কচিকাচার মেলা ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আব্দুল্লাহ ও আসাফুল্লাহ উভয়েই ৯ রান করে। মসজিদ পাড়া অগ্রণী সংঘ বোলার আজমুল ২ ওভার ১১ রানে ৩টি, আল আমিন ৪ ওভার ৬ রানে ২টি উইকেট লাভ করে। ৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মসজিদ পাড়া অগ্রণী সংঘ ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে মশিউর ৩০, সাহাব উদ্দীন ১৫ রান করে। আমকলি কচিকাচা মেলা’র বোলার মমিন ৪ ওভার ১৪ রানে ২টি উইকেট লাভ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০৩-১৫