সব ধারণা পাল্টে দিয়ে চৌডালা ইউনিয়নের নতুন চেয়ারম্যান শাহ আলম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে সব ধারণা পাল্টে দিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ আলম। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা ও ভোটারদের আলোচনায়  চেয়ারম্যান প্রাথী তহুর আহমেদ মিঞা ও আনোয়ার হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেলেও শেষ সমিকরণে চিত্র গেছে পাল্টে। প্রায় ৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে শাহ আলম নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। কোথাও কোন বড় ধরণের অপ্রীতিকর ঘটনা সংবাদ পাওয়া যায়নি।।
নির্বাচনে চৌডালা ইউনিয়নের ২২ হাজার ৭শ ৬৬ জন ভোটারদের মধ্যে ১৮ হাজার ৮শ ৩৬ জন ভোটার ভোট প্রদান করেছেন। এর মধ্যে বিভিন্ন্ কারনে ৭শ ৪৯টি ভোট বাতিল করা হয়েছে।
রিটাণিং অফিসার কায়ছার মোহাম্মদ জানান,এ নির্বাচনে নারী-পুরুষ ভোটররা নির্বিঘেœ এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন। বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে চেয়ার ম্যান পদে শাহ আলম (অটো রিক্সা) ৮হাজার ৫শ ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তহুর আহমেদ মিঞা (টেবিল ফ্যান) পেয়েছেন ৩ হাজার ৫শ ৬০ ভোট। অন্যন্যদের মধ্যে আনোয়ার হোসেন (দুটি পাতা) পেয়েছেন ৩হাজার ২শ ৭৮ ভোট, গোলাম কিবরিয়া (কোট) পেয়েছেন ২ হাজার ৬শ ৩ ভোট ও মুনিমুল ইসলাম (তাল গাছ) পেয়েছেন ১শ ১ ভোট।
কেন্দ্র অনুযায়ী ঘোষিত ফলাফল হচ্ছে,
বসনীটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বসনীটোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রঃ- তহুর আহমেদ মিঞা (টেবিল ফ্যান) ১১৫, গোলাম কিবরিয়া (কোট) ৩৩১, শাহ আলম (অটো-রিক্সা) ৯৮৭, মুনিমুল ইসলাম (তাল গাছ) ১২ ও আনোয়ার হোসেন (দুটি পাতা) ১৩৮২।
চৌডালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রঃÑ তহুর আহমেদ মিঞা (টেবিল ফ্যান) ৬০৫, গোলাম কিবরিয়া (কোট)  ২২৫, শাহ আলম (অটো-রিক্সা) ৮৮১, মুনিমুল ইসলাম (তাল গাছ) ১১ ও আনোয়ার হোসেন (দুটি পাতা) ৫০০।
চৌডালা দাখিল মাদ্রাসা কেন্দ্রঃ- তহুর আহমেদ মিঞা (টেবিল ফ্যান) ৭৪৭, গোলাম কিবরিয়া (কোট) ৩৬৭, শাহ আলম (অটো-রিক্সা) ৫৬৭, মুনিমুল ইসলাম (তাল গাছ)  ৪ ও আনোয়ার হোসেন (দুটি পাতা) ৯৬।
হাউসনগর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রঃ- তহুর আহমেদ মিঞা (টেবিল ফ্যান) ২৩২, গোলাম কিবরিয়া (কোট) ২১০, শাহ আলম (অটো-রিক্সা) ৭৮৫, মুনিমুল ইসলাম (তাল গাছ)  ৩ ও আনোয়ার হোসেন (দুটি পাতা) ১১১।
তোফাজ্জল হোসেনের চাতাল কেন্দ্রঃ- তহুর আহমেদ মিঞা (টেবিল ফ্যান) ৬২৮, গোলাম কিবরিয়া (কোট) ২৭৯, শাহ আলম (অটো-রিক্সা) ৪০১, মুনিমুল ইসলাম (তাল গাছ)   ৫ ও আনোয়ার হোসেন (দুটি পাতা) ২১।
মোমিনপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রঃ- তহুর আহমেদ মিঞা (টেবিল ফ্যান) ৫৩৩, গোলাম কিবরিয়া (কোট) ৫৭৫টি (কোট), শাহ আলম (অটো-রিক্সা)  ১১৪৭, মুনিমুল ইসলাম (তাল গাছ) ৩১ ও আনোয়ার হোসেন ( দুটি-পাতা) ২৯১।
দিয়ারাপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রঃ- তহুর আহমেদ মিঞা (টেবিল ফ্যান) ১০৯, গোলাম কিবরিয়া (কোট) ৬৯, শাহ আলম (অটো-রিক্সা) ১৪১৯টি, মুনিমুল ইসলাম (তাল গাছ) ৬ ও আনোয়ার হোসেন ( দুটি-পাতা) ২৪৪।
সাহেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রঃ- তহুর আহমেদ মিঞা (টেবিল ফ্যান) ২৮৩, গোলাম কিবরিয়া (কোট) ১৪০, শাহ আলম (অটো-রিক্সা) ১৩০৭, মুনিমুল ইসলাম (তাল গাছ) ২৭ ও আনোয়ার হোসেন ( দুটি-পাতা) ৩০৫।
এবং
শুক্রবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রঃ- তহুর আহমেদ মিঞা (টেবিল ফ্যান) ৩০৮, গোলাম কিবরিয়া (কোট) ৪০৯, শাহ আলম (অটো-রিক্সা) ১০১২, মুনিমুল ইসলাম (তাল গাছ) ১৪ ও আনোয়ার হোসেন ( দুটি-পাতা) ৩২৮।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আব্দুস সালাম তালুকদার, নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১৯-০৩-১৫