হিজড়াদের এইচআইভি এইডস প্রতিরোধে মতবিনিময় সভা

এইচআইভি এইডস প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে মতবনিমিয় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার এইচআইভি এইডস প্রতিরোধ এবং হিজরা জনগোষ্ঠিকে মুল ধারায় ফিরিয়ে আনার লক্ষে লেখালেখির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজের কু-সংস্কার দুর করতে সাংবাদিকদের নিয়ে এই মতবিমিয় সভার আয়োজন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন লাইট হাউস। সাংবাদিক কামাল শুকরানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লাইট হাউসের ডিআইসি ম্যানেজার মুহাম্মদ সালাহ উদ্দিন জুয়েল, কাউন্সিলর মাহবুবা আক্তার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, আশরাফুল আলম কাজল, সাজেদুল ইসলাম সাজু. ইমতিয়ার ফেরদৌস সুইট, ফয়সাল মাহমুদ, মেহেদি হাসানসহ অন্যরা। নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জানানো হয়, বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইট হাউস’ আইসিডিডিআরবি এর ব্যবস্থাপনায় এবং দি গ্লোবাল ফান্ড এর আর্থিক সহায়তায়, বাংলাদেশ সরকার পরিচালিত “এক্সপান্ডিং এইচআইভি প্রিভেনশন ইন বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় এমএসএম ও হিজড়া জনগোষ্ঠিকে এইচআইভি প্রতিরোধমূলক সেবা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। এসময় বিভিন্ন প্রিন্ট মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন। হিজরা জনগোষ্ঠি মারাত্মক এইচআইভি ঝুঁকিতে অবস্থান করছে। এ ঝুঁকি কমাতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাংবাদিকদেরও এগিয়ে আসা প্রয়োজন। হিজরা জনগোষ্ঠি সম্পর্কে সাধারণ মানুষের যে নেতিবাচক ধারণা রয়েছে, সেটা পরিবর্তনেও সাংবাদিকদের কাজ করা উচিত। সভায় হিজরা জনগোষ্ঠির এইচআইভি এইডস বিষয়ে লেখালেখির মাধ্যমে সচেতনতা বৃদ্ধির আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৩-১৫