শিবগঞ্জে যৌথ অভিযানে জামায়াত-বিএনপির ৬ কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোববার রাতে যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-বিএনপির ৬ জন কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। ৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. মিন্নাত আলী সোমবার দুপুরে এক প্রেসনোটে জানান, রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত  জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন এলাকা এবং সোমবার ভোর রাতে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন এলাকার বালিয়াডাংগা নামক স্থানে ব্যাটালিয়নের উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবি সদস্য, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৬ জন তালিকাভূক্ত জামায়াত-বিএনপি ও শিবির ক্যাডার-সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতরা হলো, ফারুক হোসেন (৩৫), কারিউল হক (২৫), আয়নাল হক (৬০), নাজিমুল ইসলাম (৩০),  সোহেল রানা (২৫) ও আমিনুল ইসলাম (৪০)। আটককৃত সকলের বাড়ী জেলার শিবগঞ্জ উপজেলাতে। আটককৃতদেরকে সোমবার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৩-১৫