ভোলাহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে সেমিনার রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে “স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার” প্রতিপাদ্যকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন আলী, মাজহারুল ইসলাম পুতুল ও জগলুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার মুঞ্জুর-এ মওলা। এআরডিও সাধন কুমার রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। অন্যান্যের মধ্যে ভোক্তা-রজনী গার্মেন্টস্ স্বত্বাধিকারী সদর ইউপি আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন রজব, ব্যবসায়ীদের মধ্যে আব্দুর রাকিব প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ভোক্তা সাধারণ হোটেল মালিক, মুদি ব্যবসায়ীগণ ও স্কুল-কলেজের ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৫-০৩-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৫-০৩-১৫