ভোলাহাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দূর্যোগের ক্ষতি কমিয়ে আনি এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির(ত্রাণ শাখা) আয়োজনে মঙ্গলবার জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টার সময় বিশার বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো; রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান। অন্যান্য বক্তা উপজেলা এলজিইডি প্রকৌশলী এস এম মন্জুর মাওলা, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, আনসার ভিডিবি অফিসার শহীদুল ইসলামসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ৩১-০৩-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ৩১-০৩-১৫