ভোলাহাটে আম ফাউন্ডেশন নির্বাচনে প্রতীক বরাদ্ধ

ভোলাহাটের ঐতিহাসিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আম ফাউন্ডেশনের তিন বছর মেয়াদী নির্বাচন উপলক্ষ্যে বুধবার উপজেলা নির্বাচন অফিসে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছ্ ে।
আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ ও সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, সহ সভাপতি পদে ৪ জন প্রাথী অংশ গ্রহন করেছেন, এর মধ্যে আমিনুল হক বাইসাইকেল, আনসার আলী চেয়ার, জিয়াউল হক দোয়াত-কলম এবং শফিকুল ইসলাম তোতা হরিণ প্রতীক। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী তারা হলেন, আরকান আলী আম, ওয়াজেদ আলী  ছাতা ও মোজাম্মেল হক চশমা প্রতীক পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে  ৪জন তারা হলেন, কামাল উদ্দিন হাত পাখা, খাইরুল ইসলাম কলস, বেলদার হোসেন মোরগ ও মওদুদুর রহমান শাহ মই প্রতীক। কোষাধ্যক্ষ পদে ৪ জন পদে যার হলেন, আতাউর রহমান রজব বৈদ্যুতিক বাল্ব, এরফান আলী দুলাল টিউবয়েল, জহিরুল ইসলাম সেলাই মেশিন ও মেহেদী হাশান শাহ ফুটবল প্রতীক। এ ছাড়াও উপজেলায় মোট ১৭টি এলাকায় ১৭ জন এলাকা প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করলেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৪ জন প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন। বাঁকী ১৩টি এলাকায় এলাকা প্রতিনিধি হিসেবে ৩০জন প্রার্থী নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকতা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-০৩-১৫

,