মরহুম গোলাম মুরশেদ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্য, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালক, জ্বালানী তেল ও রাসায়নিক সার ব্যবসায়ী সমিতির সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ক্রীড়া ব্যাক্তিত্ব মরহুম গোলাম মুরশেদ স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ডায়াবেটিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাড. সোলায়মান বিশু। সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন  খাবির উদ্দীন, আলহাজ্ব আব্দুল হান্নান, সমিতির পরিচালক ডাঃ দুরুল হোদা, সহ-সভাপতি আলহাজ্ব জহরুল ইসলাম ও সমিতির সাধারণ সম্পাদক ও চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। আলোচনা সভা পরিচালনা করেন গোলাম মোস্তফা মন্টু। শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের পেশ ইমাম আব্দুল খালেক। আলোচনা অনুষ্ঠানে বক্তারা গোলাম মুরশেদের সততা, ব্যাক্তিত্ব ও তাঁর জীবনের বিভিন্ন দিন তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার বিষয়ে তাঁকে স্মরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৩-১৫

,