গোমস্তাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান খালেক বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মরহুম আব্দুল খালেক বিশ্বাসের ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামীলীগ আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল কোরআনখানী ,কবর জিয়ারত ও স্মরনসভা। শনিবার  বিকেলে রহনপুর  বেগম কাচারী প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজাহান আনসারী মামলত। বক্তব্য রাখেন মরহুমের পুত্র স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পোরশা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আঃ আজিজ ও সাধারণ সম্পাদক ও মরহুমের কনিষ্ঠ পুত্র  রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, পার্বতীপুর  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার আলী খান ,নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা,ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ওয়াজেদ আলী,বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান লালু,মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ডেপুটি কমান্ডার ইদ্রিস আলী সহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৩-১৫