হোলি পূজায় ভোলাহাটে দু’বাংলার সীমান্ত রক্ষিবাহিনীর মিষ্টি বিতরণ

ভোলাহাট উপজেলায় হোলি পূজা উপলক্ষে শুক্রবার পৃথক পৃথক স্থানে দু’বাংলার সীমান্ত রক্ষিবাহিনীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
৪৩ ব্যাটালিয়নের জেকে পোল্লাডাঙ্গা বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার নাসির উদ্দিনের নেতৃত্বে একটি বিজিবি দল নিয়ে বিপি ২০১ এর ৪৭ এস এর নিকট প্রতিবেশী দেশ ভারতের ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের কৃষ্ণণগর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টও নীল কামাল দাসের নেতৃত্বে সকাল ৯ টার সময় মিষ্টি বিতরণ করা হয়। অপর দিকে সকাল ১০ টার দিকে বিপি ২০১ এর ১ এস এর নিকট  গিলাবাড়ী বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার বিল্লাল হোসেনের নেতৃত্বে একই বিএসএফ ব্যাটালিয়নের কুমারপুর বিএসএফ ক্যাম্পের এসআই এমসি কাকাতিয়ার নিকট মিষ্টি প্রদান করেন। একইভাবে চাঁনশিকারী বিজিবি’র কোম্পানী কমান্ডার মোখলেসুর রহমানের নেতৃত্বে বিপি ১৯৯ এর ৩ এস এর নিকট একই বিএসএফ ব্যাটালিয়নের কৃষ্টপুর বিএসএফ ক্যাম্পের নায়েক সুবেদার স্বপ্ন কুমারের নিকট মিষ্টি প্রদান করেন। একইভাবে ৯৬ এর ৪ এস, ১৯৪ এর ৫ এস এর নিকট বিএসএফ এর নিকট মিষ্টি প্রদান করা হয়। উল্লেখ্য গত বৃহস্পতিবার বিএসএফ বিজিবিকে উল্লেখিত স্থানে মিষ্টি প্রদান করেন। বিজিবি জানায়, দু’দেশের মধ্যে গভীর বন্ধুত্ব স্থাপনের কারণেই এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৬-০৩-১৫

,