শিবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ভাঙ্গচুরের অভিযোগ জামায়াতের

সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ‘নাশকতা সৃষ্টিকারীদের’ গ্রেফতারের জন্য যৌথবাহিনী  শিবগঞ্জ ও কানসাটে অভিযান পরিচালনার সময় জামায়াত বিএনপি’র নেতা কর্মীর বাড়িতে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে শিবগঞ্জ উপজেলা জামায়াত।
মঙ্গলবার শিবগঞ্জের সাংবাদিকদের কাছে উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলি ও পৌর জামায়াতের আমির গোলাম আযম ও বিএনপির নেতা সেন্টু অভিযোগ করেন, অভিযানের সময়  জামাত নেতা ও  উপজেলা চেয়ারম্যান অধ্যাপক কেরামত আলী, যুবদল নেতা ও উপজেলা ভাইস-চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, সাবেক শিবির নেতা আজিজ মাহমুদ, বিএনপি নেতা আ: মান্নান, মুসলিম উদ্দিন, আ: লতিফ, সোহেল রানা, বাশির, কাউসারসহ প্রায় ১০ বাড়িতে অভিযান চালিযে ভাংচুর করেছে। অভিযানকালে বাড়ি ঘরের ব্যাপক আসবাবপত্র ভাঙ্গচুর করা হয় এবং পরিবারের সদস্যদের অকথ্যভাষায়া গালিগালাজ করা হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, যৌথবাহিনী কোন নেতা কর্মী ও অন্য কারাও বাড়িতে কোন হামলা ও ভাংচুর চালায়নি। তারা কৌশলে নিজেরাই কিছু ভাংচুর করে যৌথবাহিনীর  মিথ্যা অভিযোগ তুলছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৩-০৩-১৫

,