নিরুত্তাপ হরতালে জামায়াতের মিছিল

বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ কর্মসুচির মধ্যে ডাকা ৭২ ঘণ্টা হরতাল চাঁপাইনবাবগঞ্জে ‘নিরুত্তাপ’ ভাবেই পালিত হয়েছে। হরতালে জনজীবনে তেমন প্রভাব পড়েনি। আগের মতই হরতালের কারণে শহরের বড় বড় মার্কেটগুলো বন্ধ ছিল। আন্তঃজেলা রুটেও আগের মতই বাস চলাচল বন্ধ ছিল। তবে ছোট ছোট যান চলাচল করেছে স্বাভাবিকভাবেই। চাঁপাইনবাবগঞ্জ রেল ষ্টেশন থেকে ট্রেন ছেড়ে গেছে স্বাভাবিকভাবে।
হরতালের সমর্থনে কোন পিকেটিং দেখা না গেলেও সকালে জামায়াত শিবির শহরে মিছিল করেছে।
শিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হরতালের সমর্থনে সকাল ৯টার দিকে শহরের বড় ইন্দারা মোড় এলাকা থেকে সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু বকরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ মোড় ও বাতেখার মোড় দিয়ে নিমতলা মোড়ে গিয়ে পথসভা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও. উমর ফারুক ,শিবির শহর সেক্রেটারী তোহরুল ইসলাম সোহেল,অফিস সম্পাদক এনায়েতুল্লাহ, আইটি সম্পাদক গোলাম জাকারিয়া, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল বারী, শিক্ষা সম্পাদক আনওয়ার হোসেন, মাদ্রাসা সম্পাদক আব্দুল কাদের।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০২-১৫