ভোলাহাটে ভিজিডি’র কার্ডধারীদের চাল না পাওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের ভিজিডি’র কার্ডধারী প্রায় ২৫ দুঃস্থ মানুষ চাল নির্ধারিত দিনে চাল পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। চাল না পেয়ে তারা খালি হাতে বাড়ি ফিরে গেছে।
সূত্র জানিয়েছে, গোহালবাড়ী ইউনিয়নের ৩শত ৬৬ জন ভিজিডি’র কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শুরু হয় গত মঙ্গলবার। অভিযোগ করা হয়েছে, বিধি মোতাবেক প্রত্যেক কার্ডধারীকে ২৪ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ১৯ থেকে ২০ কেজি করে। এ ছাড়া প্রায় ২৫ থেকে ৩০ জন কার্ডধারী চাল না পেয়ে বাড়ি ফিরে গেছে। ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আরশাদের মেয়ে সাহারবানু, এমদাদের স্ত্রী মানসুরা, জিন্নাতের স্ত্রী আমিনাসহ ২৫/৩০ জন অভিযোগ করেন তারা চাল পাননি। এদিকে, ভিজিডি’র তালিকা তৈরীতেও অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি। তবে, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সাধন কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাল বিতরণের শেষ সময় ১০ জন কার্ডধারী অনুপস্থিত থাকায় তাদের চাল বস্তা বন্দি করে রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৯-০২-১৫