ভোলাহাটের নতুন ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ভোলাহাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক খানের সাথে ভোলাহাট উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময় হয়েছে। ভোলাহাট থানা সম্মেলন কক্ষে শুক্রবার বিকেলে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোজাহার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও ইসমাইল হোসেন। উল্লেখ্য, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক খান ভোলাহাটে যোগদানের পূর্বে বগুড়া জেলার গাবতলী মডেল থানায় কর্মরত ছিলেন। তার জন্মস্থান পাবনা জেলার সুজানগর থানায়। তিনি ১৯৯৬ সালে সরাসরি আউট সাইট এস.আই পদে চাকুরীতে যোগদান করেন। তিনি ভোলাহাট থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৬-০২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৬-০২-১৫