জেলাজুড়ে চলছে নিরুত্তাপ হরতাল ॥ বিশেষ অভিযানে আটক ১৩ ॥ ছাত্রদল, শিবিরের মিছিল

বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সারাদেশে ডাকা ৭২ ঘন্টা টানা হরতালের দ্বিতীয় দিন চাঁপাইনবাবগঞ্জে কেটেছে নিরুত্তপাভাবেই। হরতালের সমর্থনে ছাত্রদল ও ছাত্র শিবির মিছিল করলেও কোন পিকেটিং ছিলনা। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। হরতালের সর্মথনে সোমবার সকালে শহরের বড় ইন্দারা মোড় এলাকা থেকে মিছিল করে জামায়াত শিবির। এদিকে সকালে শহরের শহীদ সাটু হল এলাকা থেকে মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে নিমতলা এলাকায় পথ সভা করে।
শহরের প্রধান প্রধান মার্কেটগুলো যথারীতি বন্ধ ছিল। তবে জনজীবন ছিল স্বাভাবিক।
হরতাল চলাকালে গতকাল সোমবার সোনামসজিদ স্থলবন্দর থেকে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় গতকাল সোমবার ছেড়ে গেছে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে। জেলায় পুলিশের বিশেষ অভিযানে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ১৩ জনকে। এর মধ্যে রাজনৈতিক গ্রেফতার বিএনপি’র ২ জন। গ্রেফতারকৃত বাকি ১১ জন বিভিন্ন থানার বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ কন্ট্রোলরুম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০২-১৫