এক রোগীর মৃত্যুকে ঘিরে শিবগঞ্জ হাসপাতালে স্বজনদের হামলা ॥ ভাঙ্গচুর ও লুটপাট (ভিডিওসহ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনাকে ঘিরে রোববার হাসপাতালে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার শিবগঞ্জ উপজেলার দেওয়ান জায়গির গ্রামের গৃহবধু মর্জিনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন বেলা ১১টায় সে মারা যায়। নিহত মর্জিনা দেওয়ান জায়গির গ্রামের সাহেব খলিফার স্ত্রী।
চিকিৎসার গাফেলতির কারণে মর্জিনার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে তার স্বজনরা আজ সকাল সোয়া ১০টার দিকে ১৫/২০ জনকে সঙ্গে নিয়ে হাসপাতালে হামলা চালায়। এ সময় তারা হাসপাতালের আসবাবপত্র ভাঙ্গচুর করে এবং জরুরী বিভাগের কাউন্টারের টাকা পয়সা লুট করে নিয়ে যায়। হামলায় হাসপাতালের কর্মচারী পলাশ ও বেনজির আহম্মদ আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অতর্কিতভাবে হাসপাতালে এসেই ডাক্তারদের গালিগালাজ করতে করতেই ভাঙ্গচুর শুরু করে। এ সময় গোটা হাসপাতালে আত্মংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০২-১৫

,