মহিপুরে সেভেন-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে মুনশেফপুর চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেরে বাংলা যুব সংঘ আয়োজিত সেভেন-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে মুনশেফপুর ইয়ং স্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা ৫ রানে শেরে বাংলা ক্রিকেট দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মুনশেফপুর ইয়ং স্টার ক্রিকেট দল ৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইব্রাহিম ১৫ রান করে। ৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেরে বাংলা ক্রিকেট দল ৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪১ রান করতে সক্ষম হয়। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ পুরষ্কার লাভ করে যথাক্রমে ইব্রাহিম ও সায়েম। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাসুম মিয়া। এসময় উপস্থিত ছিলেন শহীদুর রহমান সম্রাট, মাসুদ করিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টে ২২টি দল অংশগ্রহণ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৭-০২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৭-০২-১৫