১৪ দলের মানববন্ধন ॥ হরতাল অবরোধের নামে সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহবান (ভিডিওসহ)
হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারা ও সহিংসতার প্রতিবাদে ১৪ দল ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনের অংশ হিসাবে রোববার চাঁপাইনবাবগঞ্জের মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শহরের শহীদ সাটু হল মোড়ে বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত চলা এ মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল। সমাবেশে জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা সাম্যবাদী দলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আ্লম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সমাবেশে সভাপতির বক্তব্যে মইনুদ্দীন মন্ডল বলেন, দেশের ১৪ লাখ এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যতের কথাও একবার চিন্তা করেনি খালেদা জিয়া। পরীক্ষার সময় মন্ত্রী, অভিভাবক এমনকি শিক্ষার্থীরাও অনুরোধ করেছে, কিন্তু তিনি শুনেন নি। তিনি হরতাল দিয়েছেন পরীক্ষার্থীদের জিম্মি করার জন্য। আমাদের ছেলে মেয়েদের সোনালী ভবিষ্যকে অন্ধকারে ঠেলে দিয়েছেন। রাজপথে থেকে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ ও হরতাল প্রতিরোধ করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, যুদ্ধাপরাধীর দল জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল ও অবরোধের নামে প্রেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে। দেশের সাধারণ মানুষ খেয়ে পাড়ে শান্তিতে থাকলেও খালেদা জিয়ার সৃষ্ট সহিংসতার কারণে অশান্তির মধ্যে বসবাস করাছে। তিনি আরো বলেন, বিএনপি জামায়াত মানুষের জন্য রাজনীতি করে না, তারা ক্ষমতায় যাওয়ার নেশায় দেশে নাশকতা চালাচ্ছে। আব্দুল ওদুদ।
এদিকে, গোমস্তাপুর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক আব্দুস সালাম তালুকদার জানান, রহনপুর কলোনী মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামীলীগ আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তাফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাজাহান আনসারী , সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ও রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস প্রমূখ উল্লেখ্য যে ৮ ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেয়।
শিবগঞ্জ উপজেলা দুর্লভপুর বাজারেও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মীর্জা শাহদাৎ হোসেন র্খুরম, আওয়ামীলীগের নেতা ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল, আবু আহম্মেদ নজমুল কবির মুক্তা, দাইপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম আজমুল হক বাদশা, বিনোদপুর ইউনয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর-রশিদ মান্টুসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
চাঁপাইনবাবঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০২-১৫