শান্তি’র দাবিতে জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীরা নামলো রাজপথে
শান্তি, রাজনৈতিক সমঝোতা ও যানমালের নিরাপত্তার দাবিতে জাতীয় পতাকা হাতে রোববার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ১২ টা থেকে ১২.১৫ মিনিট পর্যন্ত চলা এই মানববন্ধনে জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী অংশ গ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক ও চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। উপস্থিত ছিলেন জেলা চাউল কল মালিক গ্র“পের সভাপতি এরফান আলী, বাস মালিক সমিতির সভাপতি এফকেএম লুৎফর রহমান, সার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুরশেদ, সোনামসজিদ সিএন্ডএফ এ্যাসোশিয়েশনের নেতা আব্দুল আওয়াল, অটো রাইস মিল মালিক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, শহীদ সাটু হল মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ শহরের প্রধান মার্কেট নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেটসহ জেলার বিভিন্নস্থানের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা। হরতাল-অবরোধ প্রত্যাহার করে সংলাপ শুরু করে দেশকে রক্ষার আহবান জানানো হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশ থেকে জানানো হয়, চলমান রাজনৈতিক কর্মসুচীর কারণে ব্যবসা-বানিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে ঋণ খেলাপি ও ব্যবসার পুঁজি নস্ট করছে। রাজনৈতিক কর্মকান্ডের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষক ও পরীক্ষার্থীরা। কৃষক তাদের উৎপাদিত পণ্য বাজার জাত করতে না পেয়ে সীমাহিন ক্ষতির সম্মুখিন হচ্ছে। হরতালের কারণে বর্তমানে এস.এস.সি পরীক্ষার্থী এবং ‘এ’ ও ‘ও’ লেভেল পরীক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, তা অপুরণীয়। হুমকীর মুখে পড়বে ভবিষ্যৎ প্রজন্ম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০২-১৫

