শিবগঞ্জ-ধাইনগর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-ধাইনগর সড়ক সংস্কার করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধাইনগর ইউনিয়নবাসী।
শনিবার সকালে ধাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নবাসীর ব্যানারে প্রায় দুই ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ প্রায় দুই হাজার স্থানীয় অধিবাসী অংশ গ্রহন করেন। এসময় মানবন্ধনে রাস্তাটির যানবাহন চলাচলের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন,স্থানীয় ইউর্পি সদস্য আব্দুস সোবহান, সেরাজুল ইসলাম, বকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। বক্তারা বলেন,পিঠালীতলা-ধাইনগর সড়কের প্রায় ১২ কিলোমিটার রাস্তার সম্পূর্ণই যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। তারা রাস্তাটি দ্রুত মেরামতের দবি জানান।
অন্যদিকে এ রাস্তাটির দুর্বস্থার ব্যাপারে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের স্থানীয় উপজেলা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,অর্থ বরাদ্দ না থাকায় রাস্তাটি সংস্তার করা সম্ভব হচ্ছেনা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২১-০২-১৫

,