আগুনে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদের শুভসংঘের মানববন্ধন

আগুনে মানুষ পুড়িয়ে হত্যা বন্ধ ও নাশকতার প্রতিবাদে বুধবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
সকালে কালের কণ্ঠের চাঁপাইনবাবগঞ্জ শুভসংঘের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এ সময় শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ শাখার আহবায়ক আব্দুর রব নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও ক্রীড়া সংগঠক আব্দুল হান্নান, কালের কন্ঠ ও এনটিভি’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলক, শিক্ষার্থী জিয়াউর রহমান আরমান, মেহেদি হাসান, শুভসংঘের সদস্য সচিব আসাদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘের সভাপতি আলহাজ্ব একরামুল হক, সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইট,এম আব্দুল্লাহ, সাংস্কৃতিক কর্মী সাদরুল ইসলাম তাজ, যুব সংগঠক পাভেল খান, আসাদুজ্জামান রিপন, শুভসংঘের যুগ্ম আহবায়ক জাফর আলী জয়।
মানববন্ধনে শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। এতে নাশকতা ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০২-১৫