অবরোধ হরতালে ছেড়ে গেছে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ॥ জেলায় আটক ২৩

২০ দলীয় জোটের ডাকা অবরোধের ৩৭তম দিনে এবং সারাদেশে ২য় দফায় ৪৮ ঘন্টা হরতালের ১ম দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বুধবার ছেড়ে গেছে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে। জেলায় পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন বিএপি-জামায়াত কর্মী এবং বাকি ১৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ কন্ট্রোলরুম। সকালে স্থলবন্দরে শতাধিক খালি ট্রাকও প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২ দফায় ২’শ ৮৪ টি বিভিন্ন পন্যবাহী ট্রাক ছেড়ে যায় স্থলবন্দর থেকে এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও চালভর্তি ট্রাক ছেড়ে যায় প্রায় ৫০টি। অবরোধ ও হরতালে আন্তঃজেলা রুটে বেশকিছু বাস চলাচল করেছে এবং অসংখ্য ছোট ছোট যানবাহন চলাচল করছে। দুরপাল¬ার বাসও ছেড়ে যায় বেশকিছু। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসনের এনডিসি রামকৃষ্ণ বর্মন জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে পেয়াজ, চাল, গম, ভুট্টাসহ বিভিন্ন পণ্যবাহী ২’শ ৮৪ টি ট্রাক ছেড়ে গেছে এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও চালভর্তি ট্রাক ও দুরপাল¬ার বাসসহ ছেড়ে গেছে বেশকিছু গাড়ি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিস্বজ প্রতিবেদক/ ১১-০২-১৫