শিবগঞ্জে ছানা তৈরীর কারখানা থেকে পরিবেশ দূষণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুর দুধ থেকে ছানা ও খিরসা তৈরীর কারখানা থেকে আশেপাশের এলাকায় পরিবেশ দুষণসহ নানা ধরনের ক্ষতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে।
চাঁপইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ৭ বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষ বরাবর করা আবেদনে বলা হয়েছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন খড়িয়াল গ্রামের নাইমুল ও রকিবের বসতবাড়ি সংলগ্ন হুমায়ূন রেজা উচ্চবিদ্যালয়ের পিছনে নামোজগনাথপুর দোভাগী গ্রামের সাদিকুল ছানা ও খিরসা তৈরীর বিরাট কারখানা তৈরী করে করেছে। ওই কারখানায় প্রতিদিন ছানা ও খিরসা তৈরী করায় কারখানার চুলার কালো ধোয়া উচ্ছিষ্ট ময়লা পানির দূর্গন্ধের কারণে পরিবেশ দুষণ হচ্ছে। এমনকি আম বাগানেরও ক্ষতি হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগিরা কারখানা মালিকে কারখানা বন্ধের অনুরোধ করলে পাল্টা মামলায় জড়ানোর হুমকী প্রদান করা হয়েছে।
এদিকে, কারখানা মালিক সাদিকুল পাল্টা অভিযোগ করে বলেন, ‘পরিবেশ বা আম বাগানের কোন ক্ষতি না করে ছানা ও খিরসার কারখানা তৈরী করে সৎ ব্যবসা করছি। কিন্তু অভিযোগকারী রকিব ও তার ভাইয়েরা আমার কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করলে তাদের দাবী পূরন না করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে’।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা আহসান বলেন, ‘ আমি এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ হাতে আসলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদ, শিবগঞ্জ/ ২৭-০২-১৫

,