ক্রীড়া সংগঠক গোলাম মুরশেদ মারা গেছেন

চাঁপাইনবাবগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতি’র সভাপতি ও ক্রীড়া সংগঠক গোলাম মুরশেদ মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় শহরের কাঠালবাগিচাস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মুত্যৃকালৈ তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সোয়া ৫টায় শহরের খালঘাট গোরস্থানে নামাজে জানাজ শেষে দাফন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা সংলগ্ন ইসলামপুরের বর্ণাঢ্য ব্যবসায়ী মরহুম আলতাফ হোসেনের ছেলে ও ক্রীড়া সংগঠক মতিউর রহমনের ছোট ভাই গোলাম মুরশেদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি, শিল্প ও বণিক সমিতি’র পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গোলাম মুরশেদের মৃত্যুতের চাঁপাইনবাবগঞ্জের ব্যাবসায়ী, ক্রীড়াসহ বিভিন্ন সামাজকি সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম পরিবারও গভীর শোক প্রকাশ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-১৫

,