সৎমাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে সৎমাকে হত্যার দায়ে সুরজ আলী নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড অনদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ কবিতা খানম আসামীর উপস্থিতিতে এ দ-াদেশ প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানাযায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের জামাদার পাড়ার শাহ আলমের ছেলে সুরজ আলী (২২) ২০১৩ সালের ২৭ মে বিকেল সাড়ে তিনটায় লিচু ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ক্রিকেটের ষ্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করলে সৎমা মিনারা বেগম (৩৮) ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মিনারার মেয়ে সাঈদা খাতুন বাদি হয়ে সুরজ আলী ও তার স্ত্রী অ্যানি বেগম (১৮) কে আসামী করে হত্যা মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অ্যানিকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। মামলায় ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি জোব্দুল হক। আসামী পক্ষে ছিলেন এ্যাড. নজরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০২-১৫