বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত


বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে  রবিবার সেমিনার হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে।
বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি যা ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশকে ক্ষতিগ্রস্থ করে। বাল্য বিয়ের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে ভয়াবহ এবং উদ্বেগ জনক। এমন তথ্য তুলে ধরে সেমিনারে বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। কমিউনিটি রেডিও মহানন্দা‘র উদ্যোগে আয়োজিত সেমিনারটি অনুষ্ঠিত হয়
বেসরকারী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ও রেডিও মহানন্দা‘র প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন এর সভাপতিত্বে। এতে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোখলেশুর রহমান, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক জোনাব আলী, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী, চাঁপাইনবাবগঞ্জ সরকারী বালিকা বিদালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, মহিলা ইউপি সদস্য জোসনারা খাতুনসহ অন্যরা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০২-১৫