রহনপুরে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ শরিফুল ইসলাম (২৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক শরিফুল ইসলাম ভোলাহাট উপজেলার লাম্বাটোলা গ্রামের জমশেদ আলী ছেলে। শানিবার বিকেলে এসকল আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপনে অস্ত্র বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। এঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আব্দুস সালাম তালুকদার, নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৭-০২-১৫
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপনে অস্ত্র বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। এঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আব্দুস সালাম তালুকদার, নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৭-০২-১৫