দেবীনগরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, টাকা লেনদেন নিয়ে ইসরাইল হকের সঙ্গে তার ছোট ভাই সাদ্দাম হোসেনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ফিরোজ। আহত অবস্থায় সাদ্দাম হোসেনকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে ফিরোজের লাশ উদ্ধার করে নিয়ে এসেছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০২-১৫