নাচোলে বিদ্যুতের তারের আগুনে ট্রাকভর্তি খড় ভষ্মিভূত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতের তারে লেগে খড়ের ট্রাক ভষ্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সাড়ে ৪টার সময় নাচোল উপজেলার নাশিরাবাদ গ্রাম থেকে খড় ভর্তি একটি ট্রাক (রংপুর-ট ৫৮২৮) পাবনা যাওয়ার পথে নাশিরাবাদ ইকবাল হোসেন এর বাড়ির সামনে বিদ্যুতের তারে লেগে আগুন ধরে যায়।
এসময় চালক দ্রুত ট্রাকটি সংলগ্ন একটি পুকুরের পানির মধ্যে নামিয়ে দেয়।
পুুকুরে ট্রাক নামিয়ে দেয়া হলেও ‘শেষ রক্ষা’ হয়নি। ট্রাকভর্তি খড়গুলো পুড়ে যায়।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ বিশ্বনাথ মাহাতো, নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৫
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সাড়ে ৪টার সময় নাচোল উপজেলার নাশিরাবাদ গ্রাম থেকে খড় ভর্তি একটি ট্রাক (রংপুর-ট ৫৮২৮) পাবনা যাওয়ার পথে নাশিরাবাদ ইকবাল হোসেন এর বাড়ির সামনে বিদ্যুতের তারে লেগে আগুন ধরে যায়।
এসময় চালক দ্রুত ট্রাকটি সংলগ্ন একটি পুকুরের পানির মধ্যে নামিয়ে দেয়।
পুুকুরে ট্রাক নামিয়ে দেয়া হলেও ‘শেষ রক্ষা’ হয়নি। ট্রাকভর্তি খড়গুলো পুড়ে যায়।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ বিশ্বনাথ মাহাতো, নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৫