আউট সোর্সিং বিষয়ক সেমিনানে জেলায় ইন্টারনেট ব্রডব্যান্ড সার্ভিস চালু’র ব্যাপারে পদক্ষেপ গ্রহণেল আশ্বাস

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার আউট সোর্সিং বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক যুগ্ন সচিব মজিবুর রহমান। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে, সেমিনারে আরো উপস্থিত ছিলেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দীকাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সেমিনারে মূল প্রবন্ধ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থান করেন, দ্য গ্লোবাল ফ্রিল্যান্স-’এর ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম সায়েদ। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের যৌথ উদ্যোগে আইসিটি বিভাগকে আরো এগিয়ে নিতে, ইন্টারনেটের ব্রডব্যান্ড সার্ভিসের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলার প্রতিশ্রুতি প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০২-১৫