হরতাল ও অবরোধের প্রতিবাদে বন্দরে শ্রমিকদের মানববন্ধন

 দেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় ও কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে হরতাল ও অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বন্দরের সকল শ্রমিকরা। বৃহষ্পতিবার দুপুরে শ্রমিক সমন্বয়ের আয়োজনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক সমন্বয়ের সভাপতি সাদিকুর রহমান মাস্টার, পানামা পোর্ট লিংক লিমিটেড এর জেনারেল ম্যানেজার শ্রী প্রবীর কুমার শীল। এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক সমন্বয়ের সদস্য গাজলুর রহমান, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম বিহারি, একরাম আলী, আকিশ উদ্দীন, বাংলাদেশ স্থল বন্দরের প্রতিনিধি আমিনুল ইসলাম, পানামা পোর্ট লিংক লিমিটেড ম্যানেজার (প্রশাসন) আবু হেনা মোস্তফা কামাল রিপনসহ সর্বস্তরের শ্রমিক ও শ্রমিকের নেতাকর্মীরা। আলোচনা শেষে স্থলবন্দরে অবস্থিত ভারতীয় ও বাংলা ট্রাকের ১ মিনিট হর্ণ বাজিয়ে হরতাল ও অবরোধের প্রতিবাদ জানানো হয়। এর আগে দুপুর পৌনে ১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করে বিভিন্ন সংগঠন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০২-১৫