ফেন্সিডিলের বস্তা নিয়ে বসেছিল একবর ॥ অতঃপর র‌্যাবের হাতে ধরা

চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর মহল্লার গলি রাস্তার উপর দেড় হাজার বোতল ফেন্সিডিল ভর্তি বস্তা নিয়ে পাচারের উদ্দ্যেশে বসে ছিল আকবর আলী ওরফে একবর (৩০)। মঙ্গলবার রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তার উপর বসে থাকা একবরকে ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে। আটক একবর শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার মো.আব্দুল হান্নানের ছেলে।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জের বেলেপুকুর মহল্লার ১ নং রোডস্থ ‘তাহের মঞ্জিল’র পাশের গলির পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অন্যত্র পাচার করার জন্য অবস্থান করছে। প্রেক্ষিতে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেনসিডিল ভর্তি বস্তার উপর বসে থাকা অবস্থায় মাদক ব্যবসায়ী একবর কে ১৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোবাইল সেট এবং ফেনসিডিল বিক্রয়লব্ধ নগদ তিন হাজার টাকা সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা শিবগঞ্জে হওয়ায় সে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত হতে চোরাইপথে অবৈধভাবে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বাংলাদেশে চোরাচালান করে তা দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে বলে স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে র‌্যাব জানায়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ০৩-০২-১৫