ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শিবগঞ্জে ও গোমস্তাপুরে র্যালি
এদিকে, গোমস্তাপুর থেকে নিজস্ব প্রতিবেদক আব্দুস সালাম তালুকাদার জানান, বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়। শনিবার সকালে রহনপুর পৌর ছাত্রলীগ ও রহনপুর ইউসুফ আলী কলেজ ছাত্রলীগ শাখার এর উদ্দ্যোগে রহনপুর ডাকবাংলা থেকে একটি বর্ণাঢ্য র্যালী রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেষ হয়। এখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান আনসারী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাবেক আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ হারুন বিশ্বাস, যুবলীগ নেতা রাশিদুল ইসলাম , সেরাজুল ইসলাম ,রহনপুর পৌর ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সদর আলী রিপন, সাবেক ছাত্র নেতা মোমিনুল ইসলাম মমিন, মুনসুর আলী, রহনপুর ইউসুফ আলী কলেজশাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস মুক্তা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০১-১৫