বিদ্যালয় পরিস্কার-পরিছন্নতা কর্মসূচি পালিত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চামাগ্রাম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা “ব্রতী”। শনিবার সকালে শতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী চামাগ্রাম হে. না উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনের আবর্জনা পরিস্কার করে। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের বাড়ির আঙিনাও পরিস্কার করে। এর আগে বিদ্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাইমুল হক, জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মাইনুল ইসলাম ও ব্রতীর কর্মকর্তা আমিরুল হকসহ অন্যান্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০১-১৫