ধাইনগরে রাস্তার মোড়ের নাম করণকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষ ॥ আহত-২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুুর গ্রামের একটি রাস্তার মোড়ের নামকরণকে কেন্দ্র করে ৭ ও ৮ নং ওয়ার্ডের জনগণের মধ্যে সংঘর্ষ রোববার সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ২২ জন আহত হয়। এছাড়া ৮/৯টি বাড়িতে অগ্নিসংযোগ করে এবং বেশ কিছু ককটেল ফাটায়। এব্যাপারে ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চৈতন্যপুর দালাল মোড়ের নাম পরিবর্তন করে বিজয় মোড় রাখার জন্য ৮নং ওয়ার্ডের জনগণ সিদ্ধান্ত নেয় কিন্তু ৭নং ওয়ার্ডের জনগণ দালাল মোড় রাখার পক্ষে রাস্তার বিভিন্ন স্থানে দালাল মোড় লিখে রোডশাইন দেয়। স্থানীয় সূত্র জানায়, মোড়ের নাম পরিবর্তনের সাথে সাথে ওই এলাকায় নতুন একটি হাট বসানোর উদ্যোগও নেয়া হয়। পূর্বের একটি হাট থাকার পরেও নতুন হাট বসানোর উদ্যোগের কারণে বিরোধের সুত্রপাত হয় বলে ওই সূত্র জানায়। এতে উভয় ওয়ার্ডের মধ্যে উত্তেজনা দেখা যায়।
এক পর্যায়ে রোববার বিকেল পৌনে ৫টার সময় ওই এলাকার জনগণ সংঘর্ষে লিপ্ত হয়। এতে এই আহত হওয়া ও ভাঙ্গচুরের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০১-১৫