শান্তিমোড় ও শিবতলায় বেশ কিছু অটো বাইক ভাঙ্গচুরের মধ্যদিয়ে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে সোমবার বিকেলে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে গুলিতে ১ জন নিহত ও আহতের ঘটনায় ২০ দলীয় জোটের ডাকা চাঁপাইনবাবগঞ্জ জেলায় মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল চলছে চাঁপাইনবাবগঞ্জে। হরতালে আন্তঃজেলা রুটসহ দুরপাল¬ার কোন যানবাহন ছেড়ে যায়নি। ছোট ছোট যানবাহন চলছে। শহরের শিবতলা মোড়, পিটিআই মোড় ও শান্তিমোড়ে বেশ কিছু অটোবাইক ভাংচুর করে শিবির কর্মীরা।
সকাল ৮টার দিকে শহরের বড়ইন্দারা মোড় থেকে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে শান্তিমোড়ে গিয়ে শেষ হয় এবং শিবির কর্মীরা রাস্তায় ইট ভেঙ্গে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বেশকিছু অটোবাইকে ভাংচুর চালায় তারা। শিবতলা মোড়ে পুলিশের সামনেই অটোবাইকে ভাংচুর চালায় পিকেটাররা। তবে, জেলায় কোন বড় ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহাসড়কে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের প্রধান প্রধান মার্কেট এর দোকান-পাট বন্ধ রয়েছে। হরতালে সোনামসজিদ স্থলবন্দর থেকে কোন পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শহরের গুরুত্বপূর্ণস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০১-১৫