দু’দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন ৮ জেলার ডিসি

ভারত-বাংলাদেশ যৌথ জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে ৮ জেলার ডিসিসহ ৪০ সদস্যের উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল ভারতে গিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো:জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে আজ দুপুর দেড়টায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে তারা ভারতে প্রবেশ করেন। এ সময় প্রতিনিধিদলকে ফুল দিয়ে স্বাগত জানান ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা প্রশাসক রনজিৎ কুমার ঝাঁ ও কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটলিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন চেতারাম রায়। প্রতিনিধিদলের প্রধান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর জানিয়েছেন, ৫ থেকে ৭ জানুয়ারি ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ে তিন দিনব্যাপী ডিসিদের যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধ, মাদকদ্রব্য ও মানব পাচার প্রতিরোধ, সীমান্ত পিলার সংস্কার, বন্দী বিনিময়সহ ১৮টি বিষয়ের ওপর আলোচনা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০১-১৫