আলীনগরে টেনিস ক্রিকেট টুর্নামেন্টে উজ্জ্বল স্মৃতির জয়
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর জনকল্যাণ সংঘ আয়োজিত আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে ১৪তম টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর আজকের খেলায় জয় পেয়েছে উজ্জ্বল স্মৃতি সংঘ ক্রিকেট দল। তারা ৫ রানে দি লায়ন অব মহানন্দাকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জ্জ্বল স্মৃতি সংঘ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওসমান ৭২, ইমন ৩৪ রান করে। দি লায়ন অব মহানন্দা ক্রিকেট দলের বোলার রিফাত ৩ ওভার ২৩ রানে ৩টি, ইয়াসিন ২ওভার ২৮ রানে ২টি উইকেট লাভ করে। ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দি লায়ন অব মহানন্দা ক্রিকেট দল নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাক্কার ৩৮, আলমগীর ৩২ রান করে। উজ্জ্বল স্মৃতি সংঘ এর বোলার বাদশা ৩ ওভার ২২ রানে ৩টি, রূপচান্দ ৩ ওভার ২৪ রানে ২টি উইকেট লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ শহিদুল হক সুয়েল, ক্রীড়া প্রতিবেদক/ ২১-০১-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ শহিদুল হক সুয়েল, ক্রীড়া প্রতিবেদক/ ২১-০১-১৫