এস এ টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে সোমবার এস এ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিকালে শহরের টাউন ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেট কাটেন জেলা প্রশাসক জাহাঙ্গির কবির। এর আগে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম। সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস এ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমের সম্পাদক ও এনটিভি প্রতিনিধি শহীদুল হুদা অলক, মুক্তমহাদলের সম্পাদক মসফিকুর রহমান, নাচোলের সমাজ সেবক মনরঞ্জন সরকার, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুল মালেক প্রমুখ। এর আগে টাউন ক্লাব চত্বর থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে আবারো একই স্থানে এসে শেষ হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০১-১৫