অলিখিত নির্দেশে বন্ধ ঢাকাগামী যাত্রীবাহী বাস

সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী কোন পরিবহন ছেড়ে যায়নি। হটাৎকরে ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের পড়তে হয়েছে চরম দুর্ভোগের মাধ্যে। টার্মিনাল সূত্র জানিয়েছে, হানিফ, শ্যামলি, নাশ্যানাল, দেশ ট্রাভেলসসহ প্রায় ১ শ টি ঢাকাগামী বাস প্রতিদিন ছেড়ে যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে। কিন্তু একটি অলিখিত নির্দেশে এই বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সকালে থেকেই টার্মিনালের অধিকাংশ কাউন্টারগুলো বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন কাউন্টার মাষ্টার জানান, মালিক সমিতি’র পক্ষ থেকে গতরাতে জানিয়ে দেয়া হয়েছে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত রোববার থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকবে।
তবে টার্মিনাল সূত্র জানিয়েছে, ৫ জানুয়ারিকে সামনে রেখে বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মসুচিকে ঘিরেই বাস চলাচলে এমন প্রতিবন্ধকতা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০১-১৫