মানববন্ধনে সম্মিলিত উচ্চারণ ॥ পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মেরে ফেলা মেনে নেয়া যায়না

দেশে চলমান রাজনৈতিক কর্মসূচির নামে পুড়িয়ে মানুষ হত্যা, ককটেল-পেট্রোল বোমা হামলা, মানুষের বাড়ীঘরে আগুন, ভাংচুরসহ বিভিন্ন সহিংসতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় শহীদ সাটু হলের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে জেলা কমান্ডার সিরাজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অধ্যাপক সাইদুর রহমান, সচেতন আইনজীবীবৃন্দের পক্ষে জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক আ্যাড.আলী আওয়াল বাউল, স্বাচিপে’র সভাপতি ডা.আব্দুস সালাম, সম্মিলিত শিক্ষক সমাজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, গণজাগরন মঞ্চের রফিক হাসান বাবলু, উদিচি’র গোলাম ফারুক মিথুন, রেড ক্রিসেন্ট সোসাইটির মনিম উদ দ্দৌলা চৌধুরী, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
 এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আরও বেশ কিছু সংগঠনের কর্মী, বিভিন্ন পেশা, সুশীল সমাজের, প্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারন নারী-পুরুষ । এসময় বক্তারা বলেন, হরতাল-অবরোধের নামে যেভাবে মানুষের উপর নিপীড়ন অত্যাচার শুরু করেছে তা অত্যন্ত ঘৃণিত কাজ। জীবন্ত মানুষকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মেরে ফেলা মেনে নেয়া যায়না।  অন্যদিকে দেশের জনগনের নিরাপত্তা নিতে ব্যর্থ হচ্ছে সরকার। অবিলম্বে রাজনীতির নামে মানুষ হত্যা ও সকল প্রকার সহিংসতা বন্ধের দাবি  জানান তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ২৯-০১-১৫