চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বাসভবনে ককটেল হামলা
চাঁপাইনবাবগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেএম মোস্তাকিনুর রহমানের সরকারি বাসভবনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির ভব সুন্দর পাল (ভবেশ) জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অজ্ঞাত দূর্বৃত্তরা বিচারকের বাড়িকে লক্ষ করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে কেউ আহত না হলেও ককটেলের বিকপ শব্দে এলাকায় আত্মংক সৃষ্টি হয়।
তবে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন বলেন, ‘সেখানে (বিচারকের বাড়ির কাছে) একটি মাত্র শব্দ হয়েছে। সেটা ককটেল নাকি অটো গাড়ির টায়ার বাস্টের শব্দ তা নিশ্চিত নয়’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৫
চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির ভব সুন্দর পাল (ভবেশ) জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অজ্ঞাত দূর্বৃত্তরা বিচারকের বাড়িকে লক্ষ করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে কেউ আহত না হলেও ককটেলের বিকপ শব্দে এলাকায় আত্মংক সৃষ্টি হয়।
তবে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন বলেন, ‘সেখানে (বিচারকের বাড়ির কাছে) একটি মাত্র শব্দ হয়েছে। সেটা ককটেল নাকি অটো গাড়ির টায়ার বাস্টের শব্দ তা নিশ্চিত নয়’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৫