রামচন্দ্রপুরে স্বপ্নর তরুনদের বন্ধুত্বের উষ্ণতা

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তরুণদের নিয়ে গড়া সংগঠন স্বপ্ন চাঁপাইনবাবগঞ্জের প্রতন্ত এলাকায় কম্বল ও শীতবস্ত্র বিতরন করেছে। শুক্রবার দিনভর সংগঠনটির কর্মীরা চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াপাকিয়া গ্রামের হতদরিদ্র অন্তত ৩০০ জনকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে। এই সময় সংগঠনের শীত বস্ত্র বিতরণ বিষয়ক স¤পাদক আতিকুর রহমান জানান, আমরা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণার মাধ্যমে শীতবস্ত্র ও
কম্বল সংগ্রহের পর আজ বিতরন করছি। “অপারেশন উষ্ণতা’’ নামে আমাদের এই কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর যৌবন গ্রামে ও ঢাকায় ফুটপাতে রাত যাপন করা অন্তত আরো ২৫০ জনকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছি। একতাবদ্ধ তরুণ সমাজই পারে স্বপ্নের বাংলাদেশ গড়তে এই শ্লোগানে যাত্রা শুরু করা সংগঠনটির বয়স ১ বছর না হলেও এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের  দেবীনগর ইউনিয়নে প্রায় সাড়ে তিনশ গরীব মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ বিতরন এবং সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য কাজ করেছে ।