উদীচীর জেলা সম্মেলন অনুষ্ঠিত
শুক্রবার সকালে উদীচী জেলা শাখার ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ সাটু হলের উদীচী কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে একই স্থানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। জেলা উদীচী সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক সুজিত নারায়ন, উদীচী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সংগীতা ইমাম, জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন প্রমুখ। বিকেলে কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।